প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২১ , ৪:০৭:১৪ প্রিন্ট সংস্করণ
সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ:) ঈসালে সাওয়াব মাহফিল ও ২০২১ সালের বাৎসরিক ক্যালেন্ডার এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার ২৬ জানুয়ারী বাদ জোহর স্হানীয় উপজেলার শহীদ গুলজারে আলম (রহ:) দারুস সুন্নাহ মাদরাসায় এ মাহফিল ও প্রকাশনা অনুষ্টান সম্পন্ন হয়েছে।ইছালে সাওয়াব মাহফিল ও ২০২১ সালের বাৎসরিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্টানে প্রধান উদ্ভোধক হিসাবে উপস্হিত থেকে মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মো: ফয়জুল ইসলাম তালুকদার।
অত্র শাখার সভাপতি আব্দুল মোক্তাদির ফয়ছলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ রাজনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, কুরুয়া ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আখতার আলী, লতিফিয়া ক্বারি সোসাইটি বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মোছাব্বির, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-সভাপতি আবুল কাশেম।
সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া রামপাশা ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ সেলিম আহমদ।আরো বক্তব্য রাখেন, ছায়ঘর সমাজ সেবা সংস্থার সহ-সভাপতি হাফিজ শামসুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া বিশ্বনাথ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শুয়াইবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা তালামীযের সহ-সভাপতি রুহুল আমীন তালুকদার, বিশ্বনাথ পৌর তালামীযে সদস্য সচিব আশিক সাঈদ,সাবেক তালামীয নেতা শাহেদ আহমদ শিপু, আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ,ছায়াঘর সমাজ সেবা সংস্থার নেতৃবৃন্দ সহ আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।