• Uncategorized

    বিশ্বনাথে আনুষ্ঠানিক ভাবে করোনার টিকার উদ্ভোধন

      প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২১ , ২:১৯:৪০ প্রিন্ট সংস্করণ

    সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। প্রথম টিকা নিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শামীম মুসা।

    রোববার ৭ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাদিপুরে এ টিকাদান কর্মসূচি শুরু হয়। এবং দ্বিতীয় টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা।

    টিকা নেয়ার পর ওসি শামীম মূসা বলেন, টিকা নেয়াটা আমার সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত দায়িত্ব। আমাকে দেখে মানুষ আস্থা পাবে, সাহস পাবে।

    এদিকে, টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, আওয়ামীলীগ নেতা চেরাগ আলী ও বিএনপি নেতা জুনেদ আহমদসহ স্বাস্থ্য কর্মীরা।

    গত ৪ ফেব্রুয়ারি উপজেলায় ১৩ হাজার ৫৫০টি টিকা এসেছে। তার মধ্যে নিবন্ধন হয়েছে ১২৭টি। রোববার বিভিন্ন পেশার মোট ১০০ জনকে ভ্যাকসিন দেয়া হয়। তবে যারা প্রথম টিকা নিয়েছেন তারা সবাই ভালো রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ