• Uncategorized

    বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ কর্তৃক ফ্রি খৎনা ক্যাম্প

      প্রতিনিধি ১ মার্চ ২০২১ , ৩:৩২:১৮ প্রিন্ট সংস্করণ

    সিলেটের বিশ্বনাথে বন্ধুয়া’র আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া কর্তৃক ফ্রি খৎনা ক্যাম্প সম্পন্ন হয়েছে।সোমবার ১লা মার্চ সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ খৎনা ক্যাম্প অনুষ্টিত হয়েছে।

    ক্যাম্প পরিচালনা করেন  ডা: সুর্নিমল বিশ্বাস মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্বনাথ।খৎনা ক্যাম্পে গরীব-অসহায় ২০ জন শিশুর ফ্রি খৎনা মেডিসিন ও পোষাক দেওয়া হয়।

    এসময় উপস্হিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো: গিয়াস উদ্দিন, পরিষদের সভাপতি আব্দুর রব সরকার, সাধারণ সম্পাদক সাদিক সিরাজীসহ পরিষদের সদস্যবৃন্দ খৎনাকারীর অভিভাবক ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ