• Uncategorized

    বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সুজানগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

      প্রতিনিধি ৬ নভেম্বর ২০২০ , ৩:০৯:৪৬ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ মহা মানব  বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা পাবনার সুজানগর তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল টি পৌরসভার সামনে থেকে ” বিশ্ব নবীর অপমান – সইবে নারে মুসলমান, আমরা সবাই নবীর সেনা ভয় করিনা বুলেট বোমা, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ,।

    নারে তকবীর আল্লাহ আকবার,ফান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর দুই গালে জুতা মারো তালে তালে,ফান্সের সকল পণ্য বর্জন কর করতে হবে সহ বিভিন্ন শ্লোগানে শ্লোগানে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

    হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, বাজার মসজিদের পেশ ইমাম মাওঃ রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিক্ষোভ মিছিলে পৌরসভার সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ