প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২০ , ৫:৩৪:০৬ প্রিন্ট সংস্করণ
বিদ্যুৎ চন্দ্র বমর্ন – স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন -(বিপিডিএ) এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব বিপিডিএ ডাঃ মোঃ রাকিবুল ইসলাম তুহিন স্যার এর নেতৃত্বে রংপুর বিপিডিএ প্রশাসনিক অফিসে মত বিনিময় ও আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের ঘোষণা করেন ।
এম এ রহিম মিয়া বলেন, সকল প্রসংসা মহান আল্লাহ পাক এর জন্য, শুভ সন্ধ্যা
একটা শুভ সময় এর প্রত্যাশা সবার জন্য। বিপিডিএ পরিবারের সকল সম্মানিত সদস্য ভাইদের কাছে আমি চির কৃতজ্ঞ। আপনাদের দোআ, শ্রদ্ধা, ভালবাসাতে আমি সিক্ত, আমি আবেগে এর শেষ সীমা তে, আমার ভাষা নেই।
তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতাতে নির্বাচনে অংশ গ্রহণ করি, সকল লিডার ও সম্মানিত সদস্যদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।নির্বাচন কমিশন কে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সুষ্ঠু ও গনতান্ত্রিক পদ্ধতি তে নির্বাচনে সঠিক অবস্থান আবার ও প্রমাণ করে বিপিডিএ এর সিনিয়র সহ সভাপতি নীতি ও আদর্শের প্রতীক জনাব শামিনুর রহমান মিলন স্যারের অবস্থান কতটা আকাশ চুম্বি।
বিপিডিএ আইকন, সারা বাংলার বিপিডিএ পরিবারের অভিভাবক, অবিসংবাদিত মহান নেতা জনাব ডাঃ মোঃ রাকিবুল ইসলাম তুহিন স্যার কে জানাই অন্তরের অন্তর স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
মহান আল্লাহ পাক বিপিডিএ পরিবারের প্রতি সহায় হোন।
শুভেচ্ছান্তে
বিপিডিএ এম এ রহিম মিয়া
সাংগঠনিক সম্পাদক
বিপিডিএ কেন্দ্রীয় কমিটি, ঢাকা।