• Uncategorized

  বিপিডিএ এর ঈদের শুভেচ্ছা ও মতবিনিময়-দৈনিক অালোকিত ৭১ সংবাদ 

    প্রতিনিধি ২ আগস্ট ২০২০ , ৩:১১:৩২ প্রিন্ট সংস্করণ

  বিদ্যুৎ চন্দ্র বমর্ন- স্টাফ রিপোর্টারঃ

  বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন বিপিডিএ এর গাইবান্ধা জেলার সন্মানিত আহ্বায়ক ডাঃ মোঃ জিয়াউল হক সিদ্দিকী ও বিপিডিএ এর সম্মানিত যুগ্ম আহ্বায়ক ডাঃ বিদ্যুৎ চন্দ্র বমর্ন।

  আরো উপস্থিত ছিলেন স্বাধীনতা স্মৃতি পদক লাভ -২০১৯, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গাইবান্ধা জেলা শাখা ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী।

  “নিরাপদ সড়ক চাই ” সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাইবান্ধা জেলা ।  সাংবাদিক গাইবান্ধা ব্যুরো প্রধান ক্বারী মোঃ আবু জাহেদ খান ।

  সৌজন্য সাক্ষাতে ঈদের শুভেচ্ছা ও বিনিময়ের পর বিপিডিএ ডাঃ জিয়াউল হক সিদ্দিকী জানান, বিপিডিএ এর সম্প্রসারনের জন্য গাইবান্ধা জেলার প্রতিটি পল্লী চিকিৎসকের চেম্বারে হোক আর বাসায়ই হোক বিপিডিএ’র সদস্য সংগ্রহে দেখা করবেন ।

  এছাড়াও উপস্থিত ছিলেন সোনালীর হাসি মানব কল্যাণ সংস্থা,  রংপুর জেলা শাখা এর সদস্য শ্রী অশোক চন্দ্র সরকার।  সকলেই মতবিনিময় ও সাংগঠনিক আলোচনায় উপস্থিত ছিলেন ।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ