প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৩:৪৭:১১ প্রিন্ট সংস্করণ
………বিজয় দিনে…….
লেখকঃ শিহাব আহম্মেদ
বিজয় পতাকা উড়ছে দেখো
লাল সবুজ রঙে
সবার মনে খুশির জোয়ার
জাগলো নব ঢঙে।
কারো বুকে সবুজ রঙটি
বিলায় সুখের বাহার
বেদনায় ভরা বুকটি কারো
রক্তিম-লাল আভার।
বিজয় দিনে লাল সবুজে
রাঙায় সারা দেশ
নানান রঙে রঙ্গিন শোভা
হৃদয়ে বাংলাদেশ।
কেউ রাঙ্গায় আপন ভুবন
রাঙ্গায় মনের খেল
রঙ্গিন সুধায় বিভোর কেউ
মারছে গোপন ছেল।
মারছে কেউ সামনাসামনি
কেউ মারছে পিছে
জয়ের খুশি কারো কাছে
হয়ে আছে মিছে।
কারো কাটে অট্রালিকায়
মদের বারে রাত
রাস্তার ধারের আবর্জনায়
কেউ খুঁজে ভাত।
ফুটপাতে কেউ পড়ে রয়
অভিভাবক হীন
দ্বারেদ্বারে হাত পেতে কেউ
কাটায় রাতদিন।
সবার হোক একটি শপথ-
দারিদ্র্য মুক্ত দেশ
দুঃখ মুছে আনবো সবাই
শান্তির পরিবেশ।
বিজয় হোক সবার কাছে
স্বপ্ন বুনার দিন
লাল সবুজের কেতন বুকে
কমাক দেশের ঋণ।
সবুজ হলো সাম্যের শোভা
তারুণ্যের প্রতীক
লাল আভায় তরুণ যুবক
হয়ে উঠুক নির্ভীক।