প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২১ , ১:০৯:৫৯ প্রিন্ট সংস্করণ
বিক্রমপুরের (মুন্সীগঞ্জ) রক্তদাতা গ্রুপের সাফল্যের ১ বছর পূর্তি উপলক্ষে আনন্দ র্যালী করা হয়েছে।শুক্রবার সকাল ৯টার দিকে শ্রীনগর কলেজ মাঠ থেকে মানবতার জন্য রক্তদান, রক্তদানে বেঁচে যাবে বহু প্রাণ এই স্লোগানে আনন্দ র্যালীটি বের করেউপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় এসে কলেজ মাঠে শেষ হয়।র্যালী শেষে ১ বৎসর পূর্তি
উপলক্ষে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে কেক কাটেন এবং দোয়ার আয়োজন করা হয়।বিক্রমপুরের রক্তদাতা গ্রুপের সকল সদস্যদের মাঝে মাস্ক ও টি-শার্ট বিতণরে মধ্যে দিয়ে সচেতন মূলক আলোচনা করে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।