প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৩:৫০:০৮ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ- বাঙালির পরম আত্নীয় মুজিব…..
………………. লেখক শিহাব আহম্মেদ……………….
ইতিহাসের মহানায়ক শতাব্দীর সেরা যেই সন্তান
বাঙালির অন্তঃসত্তায় জেগে আছো সেই মুজিব,
জাতিসত্ত্বার আভিজাত্য স্বকীয়তায় যেই হৃদ্যতায়
ইতিহাসের পরিধি বিস্তৃতির মহাকবি সেই মুজিব।
বাঙালিত্বের অহংকার ও সাংস্কৃতিক ধারায় যিনি
লড়াকু বাঙালির লড়াই-সংগ্রামের ইতিহাসে তিনি।
বেশ সমৃদ্ধ ও গৌরবদীপ্ত হয়ে আছো যেই মুজিব
অনেক যত্নে গড়া স্বাধীনতার স্বপ্নের সেই মুজিব।
সাধ চিরকাল মাটিতে গড়াগড়িই খেয়েছে সব শুধু
বাঙালি স্বদেশের স্বাধীন মুখ দেখিয়েছে শেখ মুজিব,
স্বাক্ষী আছে মহাকাল সময়ের যে আন্দোলন সংগ্রাম;
ক্ষোভ-বিক্ষোভ জেল আসামী ছিল আমাদের মুজিব।
সময়ের সেরা সন্তান ইতিহাসের মহানায়ক মুজিব
স্বাধীনতার মুক্তিফুল এনে দিতে ছিলে দৃঢ় প্রতিজ্ঞ।
একজন শেখ মুজিবের মত প্রভাকর মহানেতৃত্বে যে
একসূত্রে বাঁধতে পারতেন হ্যামিলনের বাঁশিওয়ালা।
অনৈক্যের চোরাস্রোতে ভাসতে থাকা জাতিকে যে
বাঙালির নেতৃত্বের খরা কাটিয়েছেন মধুমতির তীরে।
অজপাড়া গাঁ টুঙ্গিপাড়া থেকে উঠে আসা স্বপ্ন পুরুষ,
ছেলেবেলার দরদী খোকা আমাদের প্রিয় শেখ মুজিব।
এই সেই শেখ মুজিব লাল সবুজের পতাকার স্বপ্নদ্রষ্টা
এই সেই শেখ মুজিব স্বপ্নসোনার বাংলার মহাকারিগর
যিনি মাতিয়ে তাতিয়ে দিয়েছিলেন ক্ষ্যাপা বাঙালিকে,
সোনালী স্বাধীনতার স্বপ্নসাধনে জাতির কান্ডারি হয়ে।
এই সেই শেখ মুজিব যিনি সুরের বাঁশিওয়ালার মতো
স্বাধীনতার মোহন বাঁশির সুরে দেশ মাতিয়েছেন যতো।
বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কাছে কিবা দূরে
উত্তর, দক্ষিণ; পুর্ব, পশ্চিম সীমান্তে চারণের বেশে ঘুরে।
এই শেখ মুজিব পাকিস্তানী সামরিক জান্তার রক্তচক্ষু,
কিংবা মৃত্যুকে উপেক্ষা করে স্বাধীনতার ঘোষণা দেন।
এই মুজিব দখলদারিত্বের কালো থাবা উপেক্ষা করে
বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে জাগিয়ে তুলেন নিজগুনে।
স্বাধীনতার দারুণ ক্ষুধায় সাহসী মুজিবরা ঝাঁপিয়ে গেল
সঙ্গী করে বাঙালির হৃদপিণ্ডগুলো ক্রমে স্পন্দিত হলো। পাকিস্তানীদের ভয়াল দুর্বৃত্তপনার মাঝেও উদ্দীপ্ত বাঙাল তরুণদের অন্তরাত্মা টগবগ করে ফুটলো প্রবল তৃষ্ণায়।
শ্লোগান প্রকম্পিত উত্তপ্ত রাজপথের ঝাঁঝাঁলো মিছিল
দিকে দিকে চারিদিকে বিদ্রোহের বহ্নি জাগলো থৈ থৈ!
আবেগে মুখে মুখে স্বাধীনতার গান বাজলো প্রবল সুরে,
শেখ মুজিবের এই ঐশ্বরিক মহাশক্তি রোখে আবার কে।
মৃত্যুকষ্টের কোনো ভয় যে কোনো বাঙালির জন্য নয়
সম্মুখে যাদের শেখ মুজিব তাদের আবার কিসের ভয়!
রক্তের বন্যা দেখে লাল একাত্তরে ভড়কে যায়নি কেউ,
উল্টো সমুদ্রের মত ফুঁসে উঠেছিল বাঙালি মুজিবরা।