• Uncategorized

    বাউফলে সড়ক দূর্ঘটনায় নিহত-১

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৫:৪৮:২৩ প্রিন্ট সংস্করণ

    আবুবকর মিল্টন-পটুয়াখালী জেলা প্রতি‌নি‌ধি:

    পটুয়াখালীর বাউফ‌লে সড়ক দূর্ঘটনায় ইকবাল হোসেন(২৫) না‌মের এক মোটরসাইকেল চালক নিহত হ‌য়ে‌ছেন। গতকাল সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের গাজীমাঝি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত‌্যক্ষদ‌র্শি সূ‌ত্রে জানা‌গে‌ছে, দুপ‌ুর ২টার দি‌কে কা‌লিশুরী থে‌কে ছে‌রে আসা এক‌টি আটো গা‌জীমা‌ঝি নামক স্থা‌নে আস‌লে আপর দিক থেকে আসা মোটরসাইকেলের সা‌থে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী ইকবাল গুরুতর আহত হন। আহত হন অপর আরও ৩জন। প‌রে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত ইকবাল হোসেনকে বরিশাল শের-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করেন। ‌সেখা‌নে চি‌কিৎধীন অবস্থায় নিহত হন ইকবাল। এবিষ‌য়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কামাল হো‌সেন ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে ছু‌টে যায়। সেখান থে‌কে অ‌টো ড্রাইভার‌কে আটক করা হ‌য়ে‌ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ