• দুর্ঘটনা

    বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২৩ , ৯:১১:১২ প্রিন্ট সংস্করণ

    বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    মোঃ মহসিন মীর-বাউফল:

    পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে মো. আরমান হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে,নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের মো. সাইদুল তালুকদারের শিশু ছেলে মো. আরমান হোসেন ঘরের পিছনে খেলতেছিল। এ সময় সবার অগোচরে ঘরের পিছনে পুকুরে পড়ে তলিয়ে যায়।

    খোঁজাখুজির এক পর্যায়ে দুপুর ১২ টার দিকে আরমানকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় বাড়ীর লোকজন । পরে আরমানকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস.এম সহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ