• অপরাধ

    বাউফলে চাচার হাতে ভাতিজা খুন গ্রেপ্তার-২

      প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৫৮:২২ প্রিন্ট সংস্করণ

    মোঃ মহসিন মীর-বাউফল প্রতিনিধি:

    পটুয়াখালীর বাউফলে জমি-জমা নিয়ে পূর্ব শত্রæতার বিরোধে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। শনিবার (২সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রামের হাতেম মৃধার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ আলামিন মৃধা (৩৫)। আলামিন উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ মাধবপুর গ্রামের মোঃ শানু মৃধার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন শনিবার (২সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আলামিন মিলঘর নামক বাজার থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে রওয়ানা দিয়ে হাতেম মৃধার বাড়ীর সামনে পৌঁছালে তার পথ গতিরোধ করে কয়েকজন যুবক আলামিনকে এলোপাতাড়ি ভাবে চাকু দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে আলামিনের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের পরিবার জানায়, জমি-জমা নিয়ে বিরোধের সূত্রধরে একই বাড়ির আলামিনের চাচা মোতালেব মৃধা ও চাচাতো ভাই মোঃ জাফরের নেতৃত্বে তাকে (আলামিন) কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় রাত ১০টার দিকে উপজেলার বগা ফেরিঘাট এলাকা থেকে সন্দেহভাজন ২জনকে গ্রেপ্তার করে বগা পুলিশ ফারিতে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য গ্রেপ্তারের বিষয়ে বগা পুলিশ ফারি ইনচার্জ মো. নিরু মিয়া কোন মন্তব্য করেন নি।
    এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ