• Uncategorized

  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ওমর আলী প্রামানিক

    প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২১ , ১২:০৪:১৯ প্রিন্ট সংস্করণ

  প্রিয় দেশবাসী,

  অন্দরমহলের সকল শুভাকাঙ্খীদের জানাই পহেলা বৈশাখের আগাম শুভেচ্ছা।পহেলা বৈশাখ কে সামনে রেখে অন্দরমহল সেজেছে নতুন নতুন সাজেঁ সবাইকে পহেলা বৈশাখ, নববর্ষ ও রোজার শুভেচ্ছা। নতুন করে বাংলাদেশে করোনার কারণে লক-ডাউন শুরু হবে বৈশাখের শুরু থেকেই।

  করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সবাইকে সচেতন হতে হবে দেশে বিদেশে সর্বত্রই। টিকা নেয়া থাক বা না থাক সবাইকে বিধি মোতাবেক মাস্ক পরা ও জনসমাবেশে পারতপক্ষে না যাবার অনুরোধ রইল।

  এই মহামারী করোনা পরিস্থতির জন্য সকল কে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে না যাওয়ার বিশেষ অনুরোধ করা হলো নিজে মাস্ক পরি অন্যকে মাস্ক পড়তে উৎসাহ দেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

  শুভেচ্ছান্তেঃ
  মোঃ ওমর আলী প্রামানিক
  চেয়ারম্যান পপদপ্রার্থী মানিকহাট ইউনিয়ন পরিষদ।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ