• Uncategorized

  বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন- (বিপিডিএ) এর সদস্য সংগ্রহ চলছে 

    প্রতিনিধি ২ জুলাই ২০২০ , ৪:৩৮:৩৯ প্রিন্ট সংস্করণ

  বিদ্যুৎ চন্দ্র বমর্ন – স্টাফ রিপোর্টারঃ

  স্বাস্থ্য সেবা ঐক্য   বিপিডিএ এর মূল লক্ষ্য এসো নবীণ এসো প্রবীণ, বিপিডিএ,র পতাকা তলে,মোরা একটা ফুলকে বাচাঁবো বলে,মোরা যুদ্ধ করি

  বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভায় বিপিডিএ এর কমিটি গঠন সংগঠনকে সু সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ১বছর মেয়াদি মেডিকেল কোর্স সম্পুর্ন্নকারী প্রাকটিসরত চিকিৎসকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,দীর্ঘদিন পর বিপিডিএ নিম্নোক্ত শর্তসাপেক্ষে সদস্য সংগ্রহ চলছে।

  শর্তাবলীঃ

  ১)  সর্বনিম্ন এস এস সি পাশ হতে হবে।

  ২)চিকিৎসা বিষয়ক সনদের ফটোকপি।

  ৩)জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

  ৪)ল্যাব প্রিন্ট তিন কপি রঙিন ছবি।

  ৫)বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন, রুপালী ব্যাংক মহিলা শাখা ডিসির মোড় রংপুর হিসাব নং ৪৪৯৯০১০০৭৯০১ একাউন্টে সংগঠনের প্রাথমিক সদস্য হওয়ার জন্য ১০৫০ টাকা জমা প্রদান করতে হবে।

  ৬)   অনলাইনে ভর্তির জন্য কাগজ  gensec@bdpda.org মেইলে পাঠাইতে হবে।

  বিস্তারিত জানতে

  www.bdpda.org ভিজিট করুন অথবা নিচের নম্বারে যোগাযোগ করুন,

   

  আহ্বানে

  ডাঃ বিদ্যুৎ চন্দ্র বমর্ন

  যুগ্ম আহ্বায়ক

  বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন -(বিপিডিএ)

  সুন্দরগঞ্জ উপজেলা শাখা,  গাইবান্ধা।

  মুঠোফোন- ০১৭৭৮ ৪১৪ ১৭৩

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ