প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২০ , ১২:২৮:৩৩ প্রিন্ট সংস্করণ
গোলাম কিবরিয়া পলাশ-ময়মনসিংহঃ
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার, শহর উন্নয়নের পাশাপাশি গ্রাম, পাড়া-মহল্লার অবকাঠামো উন্নতি সাধনে, বহুমুখী উন্নয়নের উপর অধিকতর গুরুত্বারোপ করছে।
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড, ধোপাখলা এলাকায় আরসিসি রাস্তা ও ড্রেন নির্মান সহ বহুমুখী উন্নয়নের ভিত্তি স্তাপনের শুভ উদ্বোধন করেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর পিতা,উন্নয়নের রূপকার ইকরামুল হক টিটু।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, ডিজিটাল বাংলাদেশের ধারক ও বাহক, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ। ইতি মধ্যে আপনারা দেখেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার, শহর-গ্রামের অবকাঠামো উন্নয়নে সমানভাবে গুরুত্বারোপ করছেন।
মেয়র মহোদয় আরও বলেন, আমরা ময়মনসিংহবাসী খুবই অল্প সময়ের ভিতরে উন্নয়নে অনেক এগিয়ে গেছি। আমি মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে বরাদ্দকৃত কিছ প্রকল্প ইতিমধ্যে সম্পন্ন করেছি। আর কিছু প্রকল্প চলমান রয়েছে। যা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন হিসাবে চলমান।
মেয়র টিটু বলেন, অপেক্ষমান রয়েছে অনেক জনগুরুত্বপূর্ণ কাজ। যে কাজ গুলি খুব দ্রুত আমরা সম্পন্ন করতে পারবো বলে আশা রাখি। সিটি কর্পোরেশনের প্রতিটি ঘরে ঘরে নাগরিক সেবা পৌঁছে দেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সর্বস্তরের জনগণকে পাশে থাকার আহ্বান জানান, সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
এ সময় উপস্থিত ছিলেন ১৩নং ওর্য়াড কাউন্সিল দেলোয়ার হোসেন, (১৩-১৪-১৫) সংরক্ষিত মহিলা কাউন্সিল বেগম রোকেয়া সহ বাংলাদেশ আওয়ামীলীগের ময়মনসিংহ জেলা, মহানগর ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
সকল বিষয় গুরুত্ব দিয়ে, ওয়ার্ড বাসী নাগরিক সকল সুযোগ-সুবিধা সঠিক ভাবে পাচ্ছে কি না, তার খোঁজ খবর নিয়ে এলাকা বাসীর সাথে কুশল বিনিময় করেন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।