প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৪:৫৯:০৯ প্রিন্ট সংস্করণ
” কবিতাঃ-বসন্ত বাতাসে ”
লেখকঃ শিহাব আহম্মোদ
এসেছে ফাগুন, লেগেছে আগুন
প্রকৃতিপ্রেমী স্বপ্নচারীদের মনে মনে
দ্বিপ্রহরে কৃষ্ণচূড়ার যে ডালে ডালে,
সুবিস্তীর্ণ হৃদয়ের আবেগের বহ্নিকে।
বিশ্বময় প্রেমের উৎসবে মাতোয়ারা
হৃদয়ের লেনাদেনায় ব্যস্ত প্রকৃতিরাজু!
উন্মুক্ত আকাশের বিস্তীর্ণ অঙ্গনে সুরে
সংগীতের সুমধুর সুধায় মোহনীয় জাদু!
কোন সে প্রিয়া আজ রং ছড়াবে মেঘে
এ ফাগুনের হাওয়ায় নিজেকে মাতাবে,
গাহিবে গান শুনবে কেউ মাধুকরী মনে
হাত ধরে হাতে পাশাপাশি দূরের গহীনে।
ওগো বিষ্ণুপ্রিয়া এসো গো একবার মনে
ও পথ ধরি রয়েছি আশে তোমার পানে।
তোমার লাগি আসবে তুমি দেখবে চেয়ে
বহুদিন পর কেমন আছ তুমি ভেজা চুলে।