প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৩ , ৮:১৭:৩৭ প্রিন্ট সংস্করণ
আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
শ্রমিকদের ধর্মীয় উৎসবের আগে সকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ সহ ৯ দফা দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নামক সংগঠন।
আজ ৭ এপ্রিল শুক্রবার সকাল প্রায় ১০ টার সময় শহরের অশ্বিনী কুমার হলের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাথে সাথে ঈদের সময় লঞ্চ, বাস, ট্রেনসহ যানবাহনের ভাড়া কমানোর দাবিও তোলা হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়নের বরিশাল জেলা সভাপতি এডভোকেট এ কে আজাদের সভাপতিত্বে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, কৃষক নেতা অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান সেলিম, বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মোসাঃ জোসনা বেগম সহ প্রমুখ।
এতে বক্তারা বলেন, অনেক সময় দেখা যায় মালিকরা বেতন ঈদের পরে দেয়, তাহলে একজন শ্রমিক কিভাবে তার পরিজন নিয়ে ঈদ করবে?এ ছাড়াও ঈদের সময় ঘর মুখী শ্রমিকদের বাড়ি ফেরার সময় শ্রমিকদের থেকে লঞ্চ, বাস মালিকরা অতিরিক্ত ভারা আদায় করেন।তারা অতিরিক্ত ভারা আদায় না করার দাবি জানান।