প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৩ , ৪:৫৬:৩৭ প্রিন্ট সংস্করণ
আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবা সহ ১ নারী সহ ২ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় ১ নারী সহ ২ জনকে আটক করলেও আটককৃত নারীর স্বামী মোঃ শহিদ প্যাদা নামক এক মাদক ব্যাবসায়ী পালিয়ে গেছে। বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, যে আটককৃত নারী মোসাঃ সানজিদা ও তার স্বামী শহিদ প্যাদা চিন্হিত মাদক ব্যবসায়ী। বরিশাল জেলার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
তারা আরও জানান, বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ ইশতিয়াক বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন।