• Uncategorized

    বন্দরে  বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক , ধর্ষন অভিযুক্ত গ্রেপ্তার 

      প্রতিনিধি ৭ নভেম্বর ২০২০ , ৩:১৭:৫৬ প্রিন্ট সংস্করণ

    সাদ্দাম হোসেন মুন্না-নারায়ণগঞ্জ:

    বন্দর নবীগঞ্জ বাগবাড়ী এলাকায় (হাজী  সিরাজউদ্দিন হাইস্কুল) সংলগ্ন আসমা বেগমের বাড়ীর ভাড়াটিয়া রাজমিস্ত্রির (জোগালী) মেহেদি হাসান (১৯)  পাশের বাড়ীর (১৭) নামের এক মেয়েকে ফুসলিয়ে বিয়ের মিথ্যে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

    মামলা সূত্রে জানা যায়, বন্দর নবীগঞ্জ বাগবাড়ী (হাজী সিরাজউদ্দিন হাইস্কুল) সংলগ্ন  আসমা বেগমের বাড়ীর ভাড়াটিয়া রাজমিস্ত্রির (জোগালি) মেহেদি হাসান এর সাথে পাশের বাড়ী (১৭)র সাথে ২৫/৩০ পূর্বে পরিচয় হয়।  মেহেদি হাসান  তার সাথে প্রেম ভালবাসার একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখাইয়া ফুসলিয়ে গত ৫|১১|২০২০ইং রাত ৮.৩০ মি: (হাজী সিরাজউদ্দিন হাইস্কুল) সংলগ্ন আসমা বেগমের নির্মাণাধীন ৫ তলার ৩য় তলায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। পরবর্তীতে গত ৬|১১|২০২০ইং দিবাগত রাত (৭ নভেম্বরে) ২.৩০ মি: মেহেদি হাসান তাকে বাগবাড়ী পচারবাগ মাজারের সামনে বাগানে নিয়া তাকে ফুসলিয়ে ও বিয়ের মিথ্যে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ  করেন।

    শনিবার (৭ নভেম্বর)  তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। ভিকটিমের  বাবা মো. আব্দুর রশিদ (৪৭) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বন্দর থানায় এ মামলাটি দায়ের করেছেন। যার নং ১৬(১১) ২০২০ইং এবং গ্রেপ্তারকৃত আসামী মেহেদি হাসান কে শনিবার (৭নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ