• Uncategorized

    বদলগাছী থানার এসআই আরিফুল প্রেমের সুখ দিতে গিয়ে গ্ৰামবাসীর হাতে আটক ‌

      প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২১ , ১:২৯:২০ প্রিন্ট সংস্করণ

    বদলগাছী থানার এসআই আরিফুল প্রেমের সুখ দিতে গিয়ে গ্ৰামবাসীর হাতে আটক ‌নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কদমগাছী গ্ৰাম বাসীর হাতে বদলগাছী থানার এসআই আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার জামালগঞ্জ এলাকার জৈনক এক মেয়ের সঙ্গে প্রেমের সুখ দিতে গিয়ে গত রবিবার গভীর রাতে আটক হয়েছেন। জৈনক ব‍্যাক্তির বাড়ি টি গ্ৰামবাসী ঘিরে ফেলায় নিজেকে রক্ষা করতে এসে,আই আরিফুল ইসলাম থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ কে ফোন করলে ওসি জোবায়ের আহমেদ তার সঙ্গীয় ফোর্স সহ বদলগাছী সদর ইউনিয়নের চেয়ারম্যান আঃ সালাম এর সহযোগিতায় উক্ত কদমগাছী গ্ৰাম বাসীর হাত থেকে রক্ষা করে থানায় নিয়ে আসে। এবং নওগাঁ পুলিশ লাইনে ক্লোজড হয়েছেন এস আই আরিফুল ইসলাম বলে চৌধুরী জোবায়ের আহমেদ সুএে জানা যায়।
    ওসি আরো জানান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মামুন খান চিস্তি কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা ও সাংবাদিকদের জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ