• Uncategorized

  বদলগাছী ছোট যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন,৫০ হাজার টাকা জরিমানা।

    প্রতিনিধি ১৫ আগস্ট ২০২০ , ৩:৫১:৪২ প্রিন্ট সংস্করণ

  মোঃ এনামুল কবীর এনাম-বদলগাছী উপজেলা প্রতিনিধি:

  নওগাঁ জেলার বদলগাছী উপজেলা সেন পাড়া মৌজায় অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। বদলগাছী সদরের আফজাল হোসেনের পুত্র সানাউল্লাহ হক হিরো,

  এলাকাবাসী সহকারী কমিশনার ভুমি নাহারুল ইসলাম কে অবহিত করলে , ভুমি অফিসার গতকাল দুপুরে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন কারী সানাউল হক হিরোর ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে।

  এলাকাবাসী জানান এই ভাবে বালু উত্তোলন করলে আমাদের ফসলি জমির ও গাছ পালার ক্ষতি হবে।

  এনামুল কবীর এনাম প্রতিনিধি বদলগাছী উপজেলা

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ