প্রতিনিধি ২২ আগস্ট ২০২০ , ৪:০৩:৩০ প্রিন্ট সংস্করণ
বদলগাছী উপজেলা প্রতিনিধি এনামুল কবীর এনাম।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের পরিষদের কক্ষে বিট পুলিশিং কমিটির সেবা কার্যক্রম শুরু।
গতকাল সরেজমিনে দেখা যায় এস,আই, গৌরাঙ্গ চন্দ্র রায়, ও এ,এস , আই, আবু বক্কর সিদ্দিক,গ্ৰাম এলাকার অসহায় দুঃখী মানুষের বিপদে সেবা প্রদানের জন্য মিঠাপুর ইউনিয়নের একটি রুমে অফিস তৈরি করে সরকারের নির্দেশনা মোতাবেক নৈতিক দায়িত্ব পালনে স্বচেষ্ট।
সাধারণ মানুষ বিভিন্ন পরামর্শ নিচ্ছেন এবং সুপরামর্শ প্রদান সহ সঠিক সমাধানের চেষ্টায় হ্নদয় থেকে দায়িত্ব পালন বিষয়টি নিশ্চিত ভাবে লক্ষ্য করা যাচ্ছে।
এবিষয়ে এস,আই, গৌরাঙ্গ চন্দ্র রায় বলেন সরকারের নির্দেশনা মোতাবেক বদলগাছী থানা ইনচার্জ অফিসার চৌধুরী জোবায়ের আহমেদ স্যারের অধীনে আইন কে সুশাসনে প্রতিষ্ঠিত করতে চাই।এ,এস,আই, আবু বক্কর সিদ্দিক বলেন আমরা সাধারণ মানুষের বিপদে তাতক্ষনিক কাজ করার সুযোগ সৃষ্টি করতে বধ্যপরিকর।