• Uncategorized

  বদলগাছী উপজেলার রুকুন পুরের বিধবা শাহেরার লেবুর বাগান ভাঁটার ধোঁয়ায় ক্ষতি মাথায় হাত-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

    প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৫:৩৬:৩৭ প্রিন্ট সংস্করণ

   

  এনাম-বদলগাছী উপজেলা প্রতিনিধি:

  নওগাঁ জেলার বদলগাছী উপজেলার রুকুন পুরের মরহুম রোস্তম আলীর স্ত্রী বিধবা শাহেরা বানু ১৬শতাং জমিতে লেবুর বাগান চাষ করে হাট বাজারের খরজ করে জিবীকা নির্বাহ করে থাকেন। পার্শে সাগর পুর নামক স্থানেA ,B,F, ইট ভাটার ধোঁয়ায় এলাকার অনেক কৃষকের পটল,শসা,সহ বিভিন্ন ফুল ক্ষেতের ক্ষতি হয়েছে। উক্ত ভাটার মালিক আজাহার ও বিপুল,সরিজমিনে তদন্ত পুর্বক ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ৩৬ জন কৃষক কে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

  কিন্তু স্থানীয় কিছু স্বার্থান্বেষী লোকের কারণে বিধবা শাহেরা বানুর লেবুর বাগানের ক্ষতিগ্রস্ত হওয়া কোন সহায়তা প্রদান করে নাই। তিনি এক ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করে নিজেই উপার্জন করতেন। গত কাল সরেজমিনে দেখা যায় লেবুর বাগানের অধীকাংশ লেবুর কালার আঁচে যাওয়ার মতো।এব‍্যাপারে গতকাল বৈকালে ৫টায় ভাটার মালিক আজাহার আলীর সঙ্গে কথা বলে জানা যায় ক্ষতিগ্রস্ত ৩৬ জন কৃষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, লেবুর বাগানের ক্ষতিগ্রস্ত কারীকে ও দিয়ে দেওয়া হবে। ক্ষতি গ্ৰস্থ কৃষক শাহীন জানান আমরা প্রতিবছরই এই রকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকি । উপজেলা কৃষি অফিসার কে বলেও তিনি কোন পদক্ষেপ গ্ৰহন করে না।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ