• Uncategorized

    বদলগাছী উপজেলার মেধাবী ছাত্র নাজমুল হোসেনের খুনিদের সুবিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২০ , ৯:৫৩:১৬ প্রিন্ট সংস্করণ

    এনামুল কবীর এনাম-বদলগাছি উপজেলা রিপোর্টারঃ

    নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের খাদাইল উচ্চ বিদ্যালয়ের ৯ ম শ্রেণীর ছাত্র নাজমুল হোসেনের খুনিদের ফাঁসির দাবিতে গতকাল ১২নভেম্বর বেলা ১১টায় খাদাইল বাজারের রাস্তায় এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

    উক্ত মানববন্ধন কর্মসূচি পালন অনুষ্ঠানে শিক্ষক মন্ডলীদের মধ্যে বক্তব্য রাখেন খাদাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান, মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ হোসেন, আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি আহসান হাবীব, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, মহিলা সদস‍্যা মুক্তা বেগম, যুব নেতা রাজু আহমেদ, আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির ইউনিয়নের নেতৃবৃন্দ।

    মানববন্ধনে বিদ‍্যালয়ের ছাএী সহ স্থানীয় এলাকাবাসী অংশ গ্ৰহন করেন। বক্তারা বলেন নাটক ও তালবাহনা নয় প্রকৃত খুনিদের সুবিচার করতে হবে।

    উক্ত মেধাবী ছাত্র নাজমুল হোসেনের খুনের দায়ে বদলগাছী থানা পুলিশ সঠিক তথ্য উদঘাটন করতে সুকৌশলে চেষ্টা করছেন।এবং আজম খান, আজমের ছেলে মিশু, সহ আজমের স্ত্রী, এবং নওগাঁ সদর উপজেলার বাইজার গ্ৰামের উম্মত আলীর ছেলে সোহাগ কে আটক করেছে।

    সর্ব শেষ গত ১১নভেম্বর নাজমুল হোসেনের লাশ সকালে উদ্ধার করার কিছু পরেই পুর্ব খাদাইল গ্ৰামের দেলোয়ার হোসেনের মেয়ে রিতু কে বাড়ি থেকে গ্ৰেপ্তার করেছেন।থানা পুলিশ প্রকৃত খুনিদের আইনের আওতায় সঠিক বিচারের মুখোমুখি করার জন্য বধ‍্যপরিকর। বিষয়টি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে সরেজমিনে গিয়ে দেখা যায়।।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ