প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২০ , ৫:৩২:২৩ প্রিন্ট সংস্করণ
এনামুল কবীর-বদলগাছী উপজেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অনলাইন ইস্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান।
জানা যায় উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল ০২সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তাহিরের সভাপতিত্বে , বদলগাছী লাবণ্য প্রভা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের সহকারী শিক্ষক আবু হুরায়রার উদ্দ্যেগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান,বিশ্বেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটি,এম, জিল্লুর রহমান, বদলগাছী মহিলা কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম, জেলা আইসিটি ফোরামের সভাপতি ও জেলা এ্যাম্বাসেডর দেওয়ান আবু হুরায়রা, উপজেলা এ্যাম্বাসেডর মোকলেছা বানু,ও নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।