প্রতিনিধি ১৩ আগস্ট ২০২০ , ১২:৪৯:৪০ প্রিন্ট সংস্করণ
এনামুল কবীর এনাম-বদলগাছী উপজেলা:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পতেজঙ্গ পুর জিউল গ্ৰামের মজিবুর রহমানের পুত্র এরশাদ আলী মন্ডল কে গত ১৩ আগষ্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে দুই বোতল ফেনসিডিল কোমরে পাইলে । সঙ্গে সঙ্গে এস আই গৌরাঙ্গ চন্দ্র রায় ওসি চৌধুরী জোবায়ের আহমেদ কে বিষয়টি অবহিত করলে , তিনি আরও খতিয়ে দেখতে বলেল ,এস আই গৌরাঙ্গ চন্দ্র রায়ের নেতৃত্বে ,এস আই আবু বকর সিদ্দিক ও এস আই মিলন রায় , কঠোর তদন্ত চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা আরও ৭ বোতল ফেনসিডিল মোট ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং অবিলম্বে জেলা হাজতে প্রেরণ করেছেন ফেনসিডিল ব্যাবসায়ী এরশাদকে।
এনামুল কবীর এনাম প্রতিনিধি বদলগাছী উপজেলা।