প্রতিনিধি ২১ অক্টোবর ২০২০ , ৫:০৩:৫৯ প্রিন্ট সংস্করণ
এনামুল কবীর এনাম-বদলগাছী উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রহমানের মৃত্যুর পর সরকারের নির্দেশনা মোতাবেক গতকাল ২০অক্টোম্বর উপনির্বাচন মাএ দুটি জায়গায় আংশিক সহিংসতা ছাড়া সারাটা দিন শান্তি পুর্ন ভোট গ্রহণের মাধ্যমে আওয়ামী লীগের অনেক অনেক প্রচেষ্টা কে হারমনিয়ে বিএনপির ফজলে হুদা গ্ৰপের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আঃ হাদী টিপু ঘোড়া মার্কা ৭৮৩১ভোট পেয়েছেন, এবং আওয়ামী লীগের প্রার্থী মাসুদ রানা নৌকা মার্কা পেয়েছে ৬৫৮০ভোট ।১৩৫২ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আব্দুল হাদী টিপু।
এলাকাবাসী সূত্রে জানা যায় আওয়ামী লীগের নেতা কর্মীদের রোষানল থেকে পরিত্রাণ পেতে আওয়ামী লীগের কিছু সাধারণ ভোটারদের এবং জাতীয় পার্টির জামায়াত বিএনপির হ্নদয় ভরা সমর্থনেই নির্বাচিতর কারন বলে জানা যায়।