• Uncategorized

  বটিয়াঘাটায় ব্লাড ডোনারস ক্লাবের উদ্ভোদন-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

    প্রতিনিধি ৩ আগস্ট ২০২০ , ৪:০৭:৫৬ প্রিন্ট সংস্করণ

  মোঃ আমিরুল ইসলাম পিয়াল-খুলনা প্রতিনিধিঃ

  গতকাল বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নে সেবা কণ্যান ও উন্নয়নের ব্রতে, একদল সেচ্ছাসেবী তরুণদের উদ্যোগে সেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল ব্লাড ডোনারস ক্লাব ও পুউর ফান্ডের শুভ উদ্ভোদন করা হয়। 

  এসময় উপস্থিত ছিলেন ড.জহির রায়হান বিসিএস (শিক্ষা) ,বীর মুক্তিযুদ্ধা আব্দুল হালিম মোল্লা, খুলনা জেলা ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম শেখ সহ-সম্পাদক ও সহ-সম্পাদক একটিভ ব্লাড ডোনারস ক্লাব , সাংবাদিক আমিরুল ইসলাম  মুরাদ হোসেন মলঙ্গী ইউপি সদস্য , মোল্লা জলিল ইউপি সদস্য,এ ছাড়াও বিভিন্ন শিক্ষানুরাগী ও সেচ্ছাসেবী ব্যক্তিবর্গএসময় উপস্থিত আমন্ত্রিত ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ