• Uncategorized

  বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার জন্মদিনে  শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক শাহীন 

    প্রতিনিধি ৮ আগস্ট ২০২০ , ১২:০৫:৩৮ প্রিন্ট সংস্করণ

  সাদ্দাম হোসেন মুন্নাঃ

  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী আজ। তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা।

  ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে এ মহীয়সী নারীর জন্ম। শেখ ফজিলাতুননেছার বাবা শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগম।

  বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, দৈনিক ইত্তেফাক ও এশিয়ান  টিভির সাংবাদিক মেরুরচর হাছেন আলী উচ্চবিদ্যালয়ের সভাপতি এম শাহীন আল আমীন।

  বেগম ফজিলাতুননেছা মুজিব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনেক জটিল ও সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধুর পাশে থেকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছেন।

  একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙালির মুক্তিসংগ্রামকে এগিয়ে নিতে গৃহবন্দি অবস্থায়ও তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন।

  ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে বঙ্গবন্ধু এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে শহীদ হন তিনি।

  বঙ্গমাতার জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদ্যাপনের লক্ষ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ বছরের প্রতিপাদ্য- ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী ব্যাক্তিত্ব।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ