প্রতিনিধি ৯ আগস্ট ২০২০ , ৫:৪১:১০ প্রিন্ট সংস্করণ
রফিকুল ইসলাম (রফিক):
জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেছেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর আত্মজীবনী নিয়ে বিষদ আলোচনা করেছেন জেলা পরিষদের সদস্য বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সরোয়ার জাহান।
আলোচনা শেষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মাজেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, মহিলা বিষয়ক সুপারভাইজার সুশান্ত কুমার প্রমূখ।