প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২১ , ৪:২৮:০১ প্রিন্ট সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন।
আজ বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে বঙ্গবন্ধুর সমাধি তে শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গিপাড়া যাত্রা করে।
এটি বাংলাদেশ ছাত্রলীগের ২৯ তম সম্মেলনের পর এটি প্রথম পূর্ণাঙ্গ কমিটির টুঙ্গিপাড়া সফর।
৩১ জানুয়ারি ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বেশ কয়েকটি শূন্যস্থান পূরণের মাধ্যমে কমিটি পূর্ণাঙ্গ হয়। এরই ধারাবাহিকতায় ২৯ তম জাতীয় সম্মেলনের পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন।