প্রতিনিধি ২৪ মে ২০২১ , ৩:০৬:১৬ প্রিন্ট সংস্করণ
বগুড়া জেলার ধুনট উপজেলায় অনলাইন নিউজ পোর্টাল খাস খবর ডট কম নেটের প্রথম প্রতিষ্ঠাবার্ষীকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার ২৪/০৫/২০২১ইং বিকেলে ধুনট পুরাতন প্রেস ক্লাব কার্যালয়ে । আনুষ্ঠানিকতায় ধুনট পুরাতন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কেক কাটেন প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান অানসারী, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেলাল উদ্দীন সরকার, সাংবাদিক মাসুদ ফারুক বাবলু, নির্বাহী সদস্য রেহানুল হক রিকো, সদস্য সৌরভ, গোশাইবাড়ী পথের দিশা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া হোসেন প্রমূখ। খাস খবর অনলাইন নিউজ পোর্টাল ডট কম নেটের সম্পাদক মারুফ সরকার (ঢাকা) বলেন সুসংহত গণতন্ত্রের জন্য প্রয়োজন শক্তিশালী গণমাধ্যম ।
প্রতিষ্ঠাবার্ষীকিতে তিনি আরো বলেন দেশের সকল গনমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এক যোগে কাজ করে গন মানুষের অধিকার ফিরিয়ে দেয়া এবং গনতন্ত্র প্রতিষ্ঠা করা হল গন মাধ্যমের কাজ । সেই লক্ষ্যে গন মাধ্যমকে আরো শক্তিশালী ও মজবুত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান । আমাদের খাস খবর নেট ডট কম সকল গন মানুষের পাশে থেকে তাদের কথা তুলে ধরবেন বলেও তিনি জানান । সেই সাথে সকল স্তরের মানুষের ন্নিকট দোয়া চেয়ে এদেশের গন মাধ্যমকে শক্তিশালী করে গনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বিশেষ দোয়া কামনা করেন।