প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২১ , ৪:১৯:৪৬ প্রিন্ট সংস্করণ
বকশীগঞ্জে ধর্ষণের অভিযোগে তায়িব হোসেন নামে এক কিশোর আটক ।
জামালপুরের বকশীগঞ্জে ধর্ষণের অভিযোগে তায়িব হোসেন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, আটক তায়িব হোসেন, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসির পাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে। তার বিরুদ্ধে একই এলাকার ১৪ বছরের এক কিশোরী বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করে ।
মামলা সূত্রে জানা যায় , ওই কিশোরী বাড়িতে একা ছিল। সেই সুযোগে তায়িব হোসেন ঘরে ঢুকে তাকে সেই কিশোরীকে ধর্ষণ করে। সেসময় ওই কিশোরীর চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এসে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত তায়িব হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিজ ঘরে একা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে তায়িব হোসেন। কিশোরীর বাবা বকশীগঞ্জ থানায় অভিযোগ দিলে থানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে। পরে আজ শুক্রবার দুপুরে ওই কিশোরকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।