প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২০ , ৫:১৩:১৭ প্রিন্ট সংস্করণ
জামালপুর জেলা প্রতিনিধিঃ
২৩ অক্টোবর জামালপুরে বকশীগন্জ সাধুরপাড়া ইউনিয়নের খানপাড়ায় বাড়ির পাশে কাঁঠাল গাছের ডালে ফাঁস দেয়া অবস্থায় সজিব খান (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে,শুক্রবার সকালে খানপাড়া গ্রামের দুদু খানের ছেলে নিহত ওই যুবককে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের ডালে সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে লোকজন। খবর পেয়ে পুলিশ এসে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অনেকের ধারণা পারিবারিক কলহের জেরে ওই যুবক বৃহস্পতিবার গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
এব্যপারে বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানিয়েছেন,এখন পর্যন্ত নিহত ওই যুবকের মৃত্যুর বিষয়ে তার পরিবারের কেউ অভিযোগ করেননি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।