• Uncategorized

  বকশীগঞ্জে খেতাব প্রাপ্ত ৩ জন বীর প্রতীক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

    প্রতিনিধি ২৪ আগস্ট ২০২০ , ১২:২২:২৮ প্রিন্ট সংস্করণ

   

  মোহাম্মদ আসাদ -বকশীগঞ্জ প্রতিনিধি:

  বকশীগঞ্জ উপজেলায় বীর প্রতীক খেতাব প্রাপ্ত তিনজন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ে জেলা তথ্য অফিস এই সংবর্ধনার আয়োজন করে। তিন মুক্তিযোদ্ধাই ওই বিদ্যালয়ের প্রাক্ত ছাত্র। যাদেরকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে তারা হলেন মুক্তিযোদ্ধা বীর প্রতীক মতিউর রহমান,বীর প্রতীক নুর ইসলাম ও বীর প্রতীক বশির আহম্মেদ।

  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার নুর নবী খন্দকার। বিশেষ অতিথি হিসেবে ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,স্বর্নপদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী,আওয়ামীলীগ নেতা আবুল খায়ের আজাদ, বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন ও সাংবাদিক এম এ ছালাম মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন। একই দিনে জামালপুর জেলা তথ্য অফিস করোনা প্রতিরোধে ধানুয়া গ্রামে নারীদের উপস্থিতিতে উঠান বৈঠক করেন।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ