প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ৯:১৪:৪২ প্রিন্ট সংস্করণ
বকশিগঞ্জের সড়ক দুর্ঘটনায় শ্রীবদীর অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু
জামালপুর জেলার বকশিগঞ্জের সড়ক দুর্ঘটনায় শ্রীবরদী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ১৪ই জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে বকশীগঞ্জ উপজেলা ,কামালপুর সড়কে তিনানী পাড়া রাস্তায় (বকশীগঞ্জে হাইওয়ে থানার সামনে) দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়,মৃত হাবিবুর রহমানের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের দষ্টিপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত আকবর আলী। মৃত হাবিবুর রহমান লক্ষ্মীডাংরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।পরে সড়ক পরিদর্শক করেন, বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহামুদ আদনান।
তিনি জানান , মৃত হাবিবুর রহমান নিজ বাড়ি থেকে তিনি তার নিজের মটরসাইকেল চালিয় সে তার মেয়ের বাড়ি বাট্টাজোড় যাচ্ছিলো যাওয়ার পথে একটি মাল ভরতি ট্রাকের চাপা দেন। এবং ঘটনা স্থলেই মারা যান হাবিবুর রহমান। তিনি আরও জানান, ট্রাকটিকে জব্দ করতে পারলেও ঘাতক চালক পালিয়ে যান।