• Uncategorized

    ফ্রান্সে মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ময়মনসিংহে যুব মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। 

      প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২০ , ২:৩৭:৫০ প্রিন্ট সংস্করণ

    গোলাম কিবরিয়া পলাশ-ময়মনসিংহঃ

    অদ্য ২৫.১০.২০২০ ইং রোজঃ রবিবার বাদ আছর  ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী বড় মসজিদ চত্বর থেকে বাংলাদেশ যুব মজলিসের ময়মনসিংহ শাখার উদ্দ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্টকে কড়া হুশিয়ারী প্রদান করেন।

    জানা গেছে, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা ও মহানগরীর উদ্যোগে আজ ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দেখা যায়, মিছিল শেষে ফ্রান্সের জাতীয় পতাকা আগুন দিয়ে পুরানো হয়।

    জানতে পারি, যুব মজলিসের ময়মনসিংহ জেলা সভাপতি, মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে, মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, মহানগর সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মাদ আঃ সাত্তার বিপুল, ভালুকা থানা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, জেলার নির্বাহী সদস্য মাওলানা নাসির হোসেন, মাওলানা শরীফ মাহমুদ, ত্রিশাল থানা সভাপতি মাওলানা এখলাস উদ্দিন, খেলাফত ছাত্র মজলিসের ময়মনসিংহ জেলার সহসভাপতি আতাহার আলী প্রমুখ।

    বক্তারা সরকারের প্রতি জোড় দাবি জানিয়ে অনতিবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে কথা বলে পৌনে ২০০ কোটি মুসলমানদের মাথার তাজ রাসূল সাঃ এর ব্যঙ্গচিত্র প্রকাশন বন্ধ করতে হবে। তা নাহলে ফ্রান্সের দূতাবাস ঘেড়াও করতে ময়মনসিংহ থেকে ঢাকামুখি লংমার্চ কর্মসূচি দেওয়া হবে বলে বাংলাদেশ যুব মজলিসের ময়মনসিংহ শাখা নেতৃবৃন্দদের হুশিয়ারী প্রদান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ