• Uncategorized

  ফ্রান্সে মহানবী(সঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পটুয়াখালী বড় মসজিদের শত শত মুসুল্লিদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। 

    প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২০ , ১২:৪৭:৫৯ প্রিন্ট সংস্করণ

  মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

  ফ্রান্সে হযরত মোহাম্মদ(সঃ) বিশ্ব নবী(সঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে পটুয়াখালীর বড় জামে  মসজিদ  এর শত শত মহসুল্লীদের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

  গত ৩০  অক্টোবর শুক্রবার  বাদ জুম্মা বড় জামে মসজিদের সামনে থেকে জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু করে সদর রোড  জুবিলী স্কুল রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় বড় জামে মসজিদ এর সামনে এসে মিছিল শেষ হয়।    ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায়  মুহাম্মদ সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার তীব্র প্রতিবাদ ও নিন্দার বিভিন্ন শ্লোগান দিয়ে ফ্রান্সের সকল পণ্য বর্জন করার আহবান জানান মিছিলকারী মুসুল্লীরা।

  মিছিলের অগ্রভাগে অন্যান্যের মধ্যে ছিলেন মাওলানা আব্দুস সালাম  মুশফিকুর রহমান মামুন খান, মোঃ কামরুজ্জামান টিপু, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ, মোঃ গোলাম রব্বানী প্রমুখ। মিছিলকারীরা গগনবিদারী শ্লোগানে শ্লোগানে ফ্রান্স নামক ইয়ুদি রাস্ট্রকে বয়কট করার জন্য সরকারের কাছে জোর আহবান জানালেন সকল ধর্মপ্রান মুসলমানদেরকে।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ