প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৮:৪৬:২৯ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ ফেইসবুক বন্ধু…….
লেখকঃ শিহাব আহম্মেদ
ফেইসবুকের নিউজ ফিডে
বেঁধেছি যে সবাইকে আমি!
খুঁজে পেয়েছি কত বন্ধু,
গড়েছি যে সম্পর্কের সিন্ধু!
কত ভালবাসা স্নেহ প্রীতি
কী যে এক আনন্দ বিন্দু !
দূরে দূরে থেকেও কত কাছে
বিশ্ব যে আজ হাতের মুঠোয়,
কত যে অচেনা হয়েছে চেনা!
আড্ডা গল্পে কাব্য কথায়….
কত যে অভিজ্ঞতা বিনিময়,
কাটে দিন আনন্দ উচ্ছ্বাসে!
দেশে-বিদেশে যোগ দেই….
সুখ-দুঃখ ভাগ করে নেই,
সব বন্ধুকে এক সুতোয়…
নারী ও পুরুষ ,জাত-ধর্ম
বয়সের যে ভেদাভেদ নেই..
এক মহামিলনের গান গাই!