• Uncategorized

    “ফাল্গুনী”-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৫:১২:১৭ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ ফাল্গুনী
    লেখকঃ শিহাব আহম্মেদ

    এ যে ফাল্গুন,
    গন্ধে ছন্দে আগুন
    এ যে পুষ্পের তাজ
    শাখে শাখে ভোমর।।

    মেঘে পায় লাজ
    এ যে ফাল্গুন
    গাঁয়ে রুপে শত রংঙ্গের ধুম ।।

    সে যে কুকিলা নয়ন, মায়াবি চরণ
    হৃদয় পারে করে বিচরণ
    কেমনে থাকিব সখা যদি হয় হৃদয় হরণ ।।

    এ যে বসন্তের কাক
    সু-প্রভাত দেয় হাক,
    এ যে ফাল্গুনে আগুন
    কুকিলা কুহু কুহু গুন
    কেমনে সহিব সখা
    একা একা প্রতিক্ষন ।।

    এ যে রক্ত ক্ষরন
    স্রোতের ধারা ভিন্ন ধরন
    এসেছে মোর দ্বারে
    মোরে কি করিবে বরণ ।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ