প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২০ , ২:৩৬:১৩ প্রিন্ট সংস্করণ
প্রেম স্বর্গীয় প্রদীপ-এনামুল কবীর
মোঃ এনামুল কবীর এনাম-বদলগাছী উপজেলা রিপোর্টারঃ
করি ও মোরে অন্তর্যামী,
তোমার কথা মনে হলে চোখে আসে জল,
পতিত হয় দিবানিশি।
তোমার কথা শুধু যে মনে পড়ে আত্মার অনুরাগে।
প্রেম সেতো আসে স্বর্গ থেকে, স্বর্গে যায় চলে।
অনুভতি শুধু দিয়েছ হ্নদয়ে আমার,
দেখা যায় নয়ন মুজিলে ।
জানিনা স্মৃতি কেন কাঁদায় ,বেথা হ্নদয়ে জড়ানো শুধু মায়ায়।
সৃষ্টির স্রষ্টার প্রতি অকৃত্রিম বিশ্বাস রেখেই আমার ভাল বাসা,
তুমি বুঝিলেনা সেই প্রেম ,যাহা হ্নদয়ে গাঁথা।
বুঝিবে যেদিন পাবে না সেই দিন।