প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৫:০৮:৩২ প্রিন্ট সংস্করণ
কবিতা-প্রেমময়ী
লেখকঃ শিহাব আহম্মেদ
খোলা আকাশ,আকাশটা নীল
উড়ছে পাখি উড়ছে শঙ্খচিল
তুমি আমি এক সিমানায়
পুরছি রোদে পুরতে মন চাই
এমন বিকেল রোদ দুপুরে
তুমি আমি ভীষণ মানাই ।
একটা আকাশ তারার মেলা
চাঁদের সাথে করে খেলা
প্রান্ত ছুয়ে যায় উড়ে
তোমার প্রতি আমার মায়া ।
রোজ রাতে জোনাক জ্বলা
তুমি আমি লাগে একলা
বাতাস হয়ে এসো কাছে
জোছনা মাখি এক সাথে ।
পাতায় পাতায় সবুজ মাখা
তোমার কাছে আমি বোকা
হাজার যুগ পার হয়ে যায়
তোমার চোখে যখনিতাকায়।।