প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২১ , ৫:৪২:০৪ প্রিন্ট সংস্করণ
জমে উঠেছে রাজশাহী জেলার তানোর পৌরসভার নির্বাচনি প্রচার- প্রচারণা। ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরছেন আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র তিন মেয়র প্রার্থী। প্রচার-প্রচারণায় রয়েছেন কমিশনার পদের প্রার্থীরাও।
আগামী ১৪ ফেব্রুয়ারি রাজশাহী জেলার তানোর পৌরসভার নির্বাচন। নির্বাচনে মেয়র পদে ৩ জন, নির্বাচনে মোট ২৪ হাজার ৬৬৭ জন ভোটার ভোট প্রোয়গ করবেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মোঃ (নৌকা) ইমরুল হক, বিএনপি মনোনিত প্রার্থী( ধানের শিষ) মোঃ,মিজানুর রহমান মিজান, ও স্বতন্ত্র প্রার্থী ( নারিকেল গাছ) মোঃ আব্দুল মালেক। এবং ৯ টি ওর্য়াডে সংরক্ষিত মহিলা কাস্নলির ১৪ জন, এবং পুরুষ কাস্নলির ৩৫ জন বিভিন্ন প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন।