• Uncategorized

  “প্রণয়ের আত্নবিলাপ”-লেখকঃ শিহাব আহম্মেদ

    প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৪:৪০:২৭ প্রিন্ট সংস্করণ

  কবিতাঃ- প্রণয়ের আত্নবিলাপ
  লেখকঃ শিহাব আহম্মেদ

  স্নিগ্ধ সকালটা কেটেছে শুভ্রতায়
  নক্ষত্রের আলোকিত রাতের মৌনতা।
  তোমার শুন্যতা ঘিরে যন্ত্রণার দীর্ঘশ্বাস
  ক্ষতবিক্ষত হৃদয় জুড়ে সহস্র শ্মশান!

  বন্ধু ভেঙে সেই কালো কারাগার একদিন
  দেখো প্রনয় হবো ঠিক তোমার আমার!
  যদি কোনো একদিন ফিরে আবার সুদিন
  মানুষে মানুষে প্রেম হবে আবার নিত্যদিন।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ