• Uncategorized

  পোরশায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

    প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ১২:০২:৪৪ প্রিন্ট সংস্করণ

  মোঃ শহিদুল ইসলাম-নওগাঁ জেলা প্রতিনিধিঃ

  নওগাঁর পোরশা উপজেলার যুগিডাঙ্গা ইসলামপুর গ্রামে পুকুরে ডুবে একই পরিবারের দু’জন শিশু মারা গেছে।

  নিহতরা হলো ইসলামপুর গ্রামের আবুল কালাম এর ছেলে জিহাদ হোসেন (৩) এবং একই পরিবারের আবু তাহের এর ছেলে আরাফাত হোসেন (২)।

  নিহতদের পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল ১০ঘটিকার সময় জিহাদ ও রিফাত বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এর মধ্যেই সকলের অজান্তে তারা বাড়ির পার্শ্বের একটি পুকুরে  ডুবে যায়।

  পরে অনেক খোঁজাখুঁজির পরে জানতে পেরে পুকুর থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতন।

   

   

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ