• জাতীয়

    পুলিশের গুলিতে আহত শিক্ষার্থীদের পাশে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল

      প্রতিনিধি ১০ আগস্ট ২০২৪ , ৯:১৮:৪৫ প্রিন্ট সংস্করণ

    ক্যাম্পাস প্রতিনিধি:

    শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমদ ফাহিমের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা তার বাসায় গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়াও তাকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। তার পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন এবং সহানুভূতি জানান।

    কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমদ ফাহিম বলেন, ‘একটি ন্যায়সঙ্গত আন্দোলনে স্বৈরাচারী সরকারের নির্দেশে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। আমরা আহত শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছি। সেই সাথে প্রত্যেকের চিকিৎসাসেবার জন্য আমরা আর্থিক ভাবে সহযোগিতা প্রদান করবো।

    পর্যায়ক্রমে সব আহত শিক্ষার্থীদের বাড়িতে যাবো।’এসময় কলেজ শাখার সহ-সভাপতি নাজিম উদ্দিন সজিব, যুগ্ম-সম্পাদক জামাল খান, সহ-সাংস্কৃতিক সম্পাদক হেভেন, সদস্য শাওন, সিহাব, সুমন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ