• Uncategorized

    পুঠিয়ায় মা-বাবা উপর অভিমান করে চতুর্থ শ্রেণীর ছত্রের আত্নহত্যা

      প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২১ , ৩:০৩:০২ প্রিন্ট সংস্করণ

    পুঠিয়ায় মা-বাবা উপর অভিমান করে চতুর্থ শ্রেণীর ছত্রের আত্নহত্যা

    পুঠিয়ায় মা বাবা উপর অভিমান করে মোদাচ্ছির (১০) নামের চতুর্থ শ্রেণীর ছাত্র আত্নহত্যা করেছে।

    মৃত মোদাচ্ছির পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া ওয়ার্ডের পূূর্ব কাঁঠালবাড়িয়া এলাকার মনির আলীর ছেলে এবং পুঠিয়া মহারাণী হেমন্তকুমারী শিশু কাননের চতুর্থ শ্রেণীর ছাত্র।

    মঙ্গলবার বিকাল সাড়ে চারটার সময় এ আত্নহত্যার ঘটনাটি ঘটে। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পড়াশুনায় অমনযোগী হওয়ায় তার বাবা বকাঝোকা করায় সে অভিমান করে মঙ্গলবার বিকালে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়নার ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

    পরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারের লোকজন আড়া থেকে নামানোর আগেই মোদাচ্ছির মারা যায়। পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। আগামি কাল ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে এই কর্মকর্তা জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ