• Uncategorized

  পুকুরে বিষ প্রয়োগ, মাছ চাষির ব্যপক ক্ষতি-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

    প্রতিনিধি ২০ জুলাই ২০২০ , ৪:৪২:২৯ প্রিন্ট সংস্করণ

  নাহিদ সুমন-জীবননগর চুয়াডাঙ্গাঃ

  কেডিকে ইউনিয়নের কাশিপুর জমিদার বাড়ীর নিকট অবস্থিত শানপুকুরে শত্রুমূলক ভাবে পুকুরে বিষ প্রয়োগে বিভিন্ন প্রজাতির আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে।

  স্থানীয় সূত্রে জানা গেছে,রাতের আধারে কে বা কারা শত্রুমূলক ভাবে পুকুরে বিষ প্রয়োগ করেছে। সকালে পুকুরে মালিক পুকুরে এসে দেখতে পাই বিভিন্ন প্রজাতির মৃত মাছ পুকুরের পানিতে ভেসে আছে।

  পুকুরের মালিক রাজ্জাক বিশ্বাসের পুত্র রমজান বিশ্বাস পুকুরটি কাশিপুর গ্রামের এরফান আলী কালুর ছেলে রাজু গত দুই বছর যাবত চাষ করে আসছিলেন পুকুর লিজের টাকা সময়মত পরিশোধ না করায় পুকুর মালিক রমজান বিশ্বাস রাজুর কাছ থেকে পুকুর টি ছাড়িয়ে নিয়ে কেডিকে ইউনিয়নের দেহাটি নিকাকরী পাড়ায় শাহাবুদ্দিনের  কাছে লিজ দেন। পুকুরটি লিজ নিয়ে শাহাবুদ্দিন মাছ চাষ শুরু করেন।

  সোমবার( ২০ জুলাই )সকাল ৮টার সময় শাহাবুদ্দিন পুকুরে যেয়ে দেখেন পুকুর জুড়ে মৃত মাছ ভেসে আছে খবর পেয়ে কেডিকে ইউনিয়নের ১ নং নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিঠু ও এলাকার গন্যমান্য ব্যক্তিদেরকে ডেকে নিয়ে তার পুকুরে কেবা কারা  রাতের আঁধারে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে ঘটনাটি দেখান । স্থানীয় জনগণ মাছ দেখতে পুকুর পাড়ে ভিড় জমায়।ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক সাহাবুদ্দিন জানান,আমি পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছি।

  মাছ চাষে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি এখন কি করবো ভেবে পাচ্ছে না। শেষ পর্যন্ত জীবননগর উপজেলার মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করবেন বলে জানান।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ