প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২১ , ১১:৫০:২১ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে পীরগঞ্জ -পঞ্চগড় লাইনের সেনুয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সবুজ ইসলাম । তিনি পীরগঞ্জ উপজেলার কুশারী গাঁও গ্রামের কসির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ রেল মাস্টার এস এম মুক্তারুল ইসলাম। তিনি বলেন সকালে পীরগঞ্জ থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে একটি মেইল ট্রেন ছেড়ে আসে। সেনুয়া এলাকায় পৌঁছালে ট্রেনে নিচে কাটা পড়ে সবুজ। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।