• Uncategorized

    পিছু ফেরা-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৮:৫২:৪৯ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ-পিছু ফেরা….
    লেখকঃ শিহাব আহম্মেদ

    ভুলতে চেয়ে গভীরে জড়াই
    ছাড়তে যেয়ে ভালোবেসে রই!
    যতই তাকে ছেড়ে যেতে চাই
    ততই তার মায়ায় পড়ে যাই!
    তাকে এড়াতে গেলে এভাবেই
    অাষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে যাই!

    একরাশ মুগ্ধতা নিয়ে তাকাই
    তার দিকে অপলক চেয়ে রই!
    তার পৃথিবী আগের মতো নাই
    সে মায়ামুখ যেনো হয়েছে ছাঁই!
    রূপের দেহে আর ঝলক নাই,
    শরীরের ভাঁজে সুগন্ধি নূর চাই!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ